কুমিল্লা ডিবি পুলিশ বিশেষ অভিযানের অংশ হিসেবে সদরের পূর্ব ভাটপাড়া এলাকায় চেকপোস্টে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা বুড়িচং থানার খারেরা গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ জহির, একই গ্রামের জিতেন্দ্র চন্দ্র শীলের ছেলে রনজিৎ চন্দ্র শীল, লোহাইমুড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ ফয়সাল, একই গ্রামের ইমাম হোসেনের ছেলে আহসানুল হক।
এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার চার জনের নামে মামলা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ বড়ুয়া বলেন, নবাগত এসপি মহোদয় কুমিল্লা কে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রাখতে যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।