কুমিল্লার তিতাসে বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল ও অবরোধের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে কুমিল্লা উত্তর ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
সোববার (১১ নভেম্বর) সকাল ১১ টায় বাতাকান্দি বাজারে কুমিল্লা উত্তর ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ডাঃ এম এ সাত্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা আ’লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, যুবলীগ নেতা মোঃ জামাল হোসেন, মোঃ শাহ আলম, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, জামাল হোসেন মেম্বার, আঃ সাত্তার, মনির হোসাইন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ রুবেল, রাশেদ ফরাজী, মোঃ দেলোয়ার, মোহাম্মদ জাকির, মীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব মুন্সী, মোঃ বিল্লাল, মোঃ মনির মিয়া,সাত্তার মিয়া,মোহাম্মদ আশরাফুল, মহিলা নেত্রী শিউলি আক্তার, জগতপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ মারুফ ও সাংগঠনিক সম্পাদক মীর মহিউদ্দিন লিওন প্রমূখ।