কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে ওই গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে বিটেশ্বর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সামাদ ভূূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক ও সংগঠক শরীফ প্রধান।
এসময় উপস্থিত ছিলো, হান্নান মেম্বার, গোলদার মেম্বার, আক্তার হোসেন, সায়েম মিয়াজী, মোহন প্রধান, নাজির প্রধান, বাবুল ভূঁইয়া ও শাহজাহান প্রধান।
খেলায় নৈয়াইর চ্যালেঞ্জার একদাশ, নোয়াদ্দা একাদশকে পরিজিত করে বিজয় ট্রফি অর্জন করে। খেলাটি পরিচারনা করেন রানা প্রধান ও তোফায়েল মজুমদার। গ্রামের মাঠে খেলাটি উপভোগ করতে শতশত দর্শক উপস্থিত ছিলো।