গতকাল রোববার রাতে দাউদকান্দি থানা পুলিশ একটি গোপন অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে। এই অভিযানে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানরাগামী রাস্তার ডান পাশে নির্জন জায়গায় অবস্থানরত ডাকাত দলের উপর হানা দেয়। ডাকাত দলের পুলিশের উপর আক্রমণের চেষ্টা করলে পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে এবং পাঁচ ডাকাতকে অস্ত্রসহ আটক করে।
আটককৃত ডাকাতদের মধ্যে মকবুল হোসেন, এবাদুল @ ওবাইদুল, মোঃ আকাশ মুন্সি, সুজন @ আঃ হামিদ এবং মোঃ জামাল হোসেন @ কুদ্দুস অন্তর্ভুক্ত আছেন। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডাকাতরা মোহাম্মদপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে এবং তারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার থানা এলাকায় একাধিক ডাকাতি করেছে বলে জানিয়েছে।