দাউদকান্দি হাইওয়ে থানার এসআই ফারুক ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাইট-১ মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকাকালীন একটি খালি ট্রাক (রেজিঃ নং-মাগুড়া-ট-১১-০০৩৯) সন্দেহজনকভাবে দ্রুতগতি চালাতে দেখে সংকেত দেন। চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে, ফোর্সের সহায়তায় দাউদকান্দি থানাধীন বিশ্বরোডস্থ ডাম্পিং মাঠে ট্রাকটি থামানো হয়।
তল্লাশির সময়, আসামী ড্রাইভার মোঃ তমিজ ও বাদল চন্দ্র শীলের কাছ থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীরা জানায়, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা কংশনগর থেকে গাঁজা ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে কেরানীগঞ্জ, ঢাকায় নিয়ে যাচ্ছিল। এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।