1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
দালালের হাত ধরে বিদেশ গিয়ে লাশ! - দৈনিক কুমিল্লার ডাক
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রলীগ নেতা শিপন আটক : বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগ কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা কুমিল্লা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ : মাদক কারবারিদের হামলার বিচার দাবি কুমিল্লায় মাদক কারবারিদের তাণ্ডব : সাংবাদিকসহ ২০ বাড়িতে হামলা, আহত কলেজ ছাত্র শেখ হাসিনার সঙ্গে নবনিযুক্ত পিপির ছবি নিয়ে সমালোচনার ঝড় চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আটক চৌদ্দগ্রামে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ময়নামতি হাইওয়ে পুলিশের সফল অভিযান : মহাসড়কে ফিরেছে শৃঙ্খলা চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন আওয়ামী সন্ত্রাসী হানিফ মিয়ার নিয়ন্ত্রণে, কোনঠাসা জামায়াত-বিএনপি!

দালালের হাত ধরে বিদেশ গিয়ে লাশ!

আক্কাস আল মাহমুদ হৃদয় :
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৪১২ Time View

দুবাই যাওয়ার ৬ দিন পর সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী মোঃ এরশাদ হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত যুবকের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে।
(৯ জুন ২০২২) বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নিহতের একমাত্র বোন পপি আক্তার।

স্থানীয়রা ও নিহতের বোন পপি আক্তার জানান, বিদেশ যাওয়ার ঠিক আগ মূহুর্তে এরশাদ তার মা মিনুয়ারা বেগম ও বাবা জামাল হোসেনের বুকে জড়িয়ে চোখের জল ফেলে বলেন, তোমরা আমার জন্য আর চিন্তা করিও না। আমি দুবাইতে গিয়ে মাসে মাসে টাকা পাঠাবো আমাদের ঋণ শোধ করিয়ে নিও আমাদের আর অভাব থাকবে না। এ কথা বলে এরশাদ মা-বাবার কাছ থেকে বিদায় নেয়।
এরশাদ হোসেন বুড়িচং ফজলুল রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে এইচ এস সি পাস করার পর পরিবারের অভাব অনাটন দেখে বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য আবেদন করে ব্যর্থ হয়। সর্বশেষ পুলিশের চাকরির জন্য আবেদন করে এবং চাকরি নিশ্চিয়তায় জন্য অসাধু কর্মকর্তাদের সাথে ৬ লক্ষ টাকা ঘোষের কথাবার্তা বলে কিন্তু কয়েকমাস পর ১০ লক্ষ টাকা ঘোষ দিতে হবে এমন খবর শুনে পরিবারের মন ভেঙে যায়। এতো টাকা কোথায় থেকে দিবে? মা-বাবা তো পারবে না, কারণ অভারের সংসার।তাই এরশাদ সর্বশেষ সিদ্ধান্ত নিলেন বিদেশ চলে যাবে, দেশে আর ঘোষ দিয়ে চাকরি করবে না।কিস্তিতে টাকা উত্তলন করে দালালের মাধ্যমে গত ৩০ মে ২০২২ইং তারিখে দুবাইতে গেলেন এরশাদ। সেই দেশে যাওয়ার ৬ দিনের মাথায় (৫ জুন ২০২২) রবিবার বিকেলে দুবাই সারজা এলাকায় সড়ক দূর্ঘটনায় মারা যায় এরশাদ। সেই দেশের স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে দুবাই আল কাসমিয়া হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দালাল নিহতের পরিবারে ফোন দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে রিমন নামের এক প্রবাসী পুনরায় বাড়িতে ফোন দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এরশাদের মৃত্যুতে মা-বাবা, আত্মীয়স্বজন এবং এলাকা মানুষসহ বন্ধুদের মাঝে শোকের কালো ছায়া নেমে এসেছে। নিহত এরশাদসহ ২ ভাই ও এক বোন রয়েছে। এখন লাশের অপেক্ষা প্রহর গুনছেন পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com