1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
দালাল ও হাইওয়ে  পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকগন - দৈনিক কুমিল্লার ডাক
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
Title :
মুজিবুল হকের শেষ বয়সে বিয়ের নেপথ্যে কিবরিয়া সাংবাদিকের মামলায় চার চাঁদাবাজ অভিযুক্ত চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নে জামায়েত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা, ঝাল বেশি কাঁচা মরিচে টানাপোড়ন বাদ দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই : মজিবুর রহমান মঞ্জু চৌদ্দগ্রামে মিঞা বাজার কলেজ গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামের উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা কামরুল হুদা নাঙ্গলকোটে ভুয়া দাঁতের ডাক্তারসহ ফার্মেসির স্বত্বাধিকারী অনৈতিক কাজে আটক

দালাল ও হাইওয়ে  পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকগন

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৬৯ Time View

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে থানার সামনে দাড়িয়ে মিরপুর হাইওয়ে থানার ওসির নির্দেশে ও পত্যক্ষ সহযোগিতায় মহাসড়কে চলাচলরত প্রতিটি গাড়ি থেকে কারণে অকারণে মামলার কথা বলে বিভিন্ন অংকের টাকা আদায় করে থাকেন। অভিযোগ রয়েছে মীরপুর হাইওয়ে থানা এলাকায় কম-বেশি প্রায় দুই হাজার নিষিদ্ধ থ্রী-হুইলার যেমন, সিএনজি, মিশুক, অটোরিকশা ছাড়াও নসিমন, করিমন, মাটি বহনকারী ট্রাক্টর, ড্রাম ট্রাক ফিটনেসবিহীন গাড়ি থেকে মাসিক চুক্তিতে মাসোয়ারা আদায়ের মাধ্যমে অবৈধ কে বৈধতার টোকেন দেওয়ার অভিযোগ রয়েছে থানার ওসি মোহাম্মদ মনজুরুল আবসারের বিরুদ্ধে।

 

এসব অভিযোগের বিষয়ে সরেজমিন অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মাধবপুর অংশে মিরপুর হাইওয়ে থানার সামনেই চিহ্নিত দালাল এনামুল হক বাদলের চা দোকানের সামনের সড়কে এবং ভাবন সরকারের চা দোকানের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে প্রকাশ্যে মিরপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মনজুরুল আবছারের নেতৃত্বে একদল পুলিশ ওসির বিশ্বস্ত দালাল মোঃ শামিম, মোঃ ইউছুফ, মোঃ সুজন, মোঃ নাঈম, মোঃ আমির (কোম্পানীগন্জ অংশে) দেলোয়ার (পান্নারপুল অংশে) ছাড়াও মহাসড়কের কালামুড়িয়া, মকিমপুর, সংকুচাইল ফিরোজাবাদ, কাউয়ারা গ্যাস ফিল্ড সংলগ্ন অংশে মীরপুর ফাঁড়ি থানা পুলিশ ও দালালরা বিভিন্ন রকমের যানবাহন আটকে দৈনন্দিন হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এছাড়াও প্রতি সপ্তাহের রোববার গরুর হাটের দিন ওসির নিয়োজিত দালালগুলো গরু বহনকারী গাড়ি থেকে বিভিন্ন অজুহাতে চাহিদা মতো টাকা আদায় করে থাকেন। দালালদের চাহিদা মতো টাকা না দিলে মীরপুর থানা পুলিশ দালালদের সহযোগী হয়ে চালকদের আরও বেশি হয়রানির কথা জানান ভুক্তভোগী গাড়ি চালকগন। অভিযোগ রয়েছে ওসি আবসারের চাহিদা পূরণে ব্যর্থ হলে চাহিত টাকার বেশি অংকের মামলা দেওয়া হয় দরিদ্র চালকদের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চালক জানান, পুলিশি হয়রানির হাত থেকে বাঁচতে পকেটে ১/২ হাজার টাকা রাখতে হয়।

 

মহাসড়কে চাঁদাবাজি’র পর ওসি মোহাম্মদ মনজুরুল আবছারের উপস্থিতিতে পুলিশ সদস্যরা চাঁদার টাকা ভাগবাটোয়ারা করে নিয়ে যাওয়ার দৃশ্য অনুসন্ধানে থাকা সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। তখন সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ওসি মোহাম্মদ মনজুরুল আবছারসহ পুলিশ সদস্য ও সাথে থাকা দালালরা সটকে পড়ে।

 

ভুক্তভোগী সিএনজি ড্রাইভারগন অভিযোগ করে বলেন, যাদের সাথে চুক্তি আছে তাদের ধরে ছেড়ে দিলেও আমাদের বেলায় উল্টো ১০ হাজার টাকার মামলা দেয়। ভুক্তভোগী সিএনজি চালকগন বলেন, এই সড়কে সিএনজি নিষিদ্ধ হলে সবগুলো বন্ধ করা হোক। কাগজপত্র ছাড়া শুধু মীরপুর হাইওয়ে থানার টোকেনের বিনিময়ে দৈনিক শত শত ফিটনেসবিহীন সিএনজি চলাচল করলে-ও রোগী বা জরুরি কাজে আসা চালকদের আঁটকে চাহিদা মতো ঘুষের টাকা না পেলেই ১০/১২ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে। এঘটনায় বিক্ষুব্ধ সিএনজি চালকরা থানার সামনে ওসি আবসারের শাস্তির দাবিতে বিক্ষোভ করার একটি ভিডিও এই প্রতিবেদকের নিকট আসে।

 

এছাড়াও (ওসি) মোহাম্মদ মনজুরুল আবছারের শেল্টারে দালাল শামীম, দেলোয়ার, আমির, নাঈম, সুজন গড়ে তুলেছে মহাসড়ক জুড়ে বিশাল সিন্ডিকেট। মহাসড়কে চলমান ৯০ শতাংশ সিএনজি, পিকআপ, অটোরিকশা, ড্রাম ট্রাক, মাটি ও ইট বহনকারী ট্রাক্টর, থ্রি হুইলার ও নসিমন, করিমন ফিটনেস বিহীন গাড়ি চলে তাদের দেওয়া মাসিক (নির্ধারনকৃত টাকা) টোকেনের মাধ্যমে। তবে দৈনন্দিন ভারতীয় বর্ডার পেড়িয়ে চোরাইপথে আসা লক্ষ লক্ষ টাকার চিনি বহনকারী গাড়ী মাধবপুর মহাসড়ক পেড়িয়ে যেতে মিরপুর হাইওয়ে থানার ওসিকে দিতে হয় মোটা অংকের টাকা।

 

মিরপুর হাইওয়ে থানার আশেপাশের স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম না বলার শর্তে জানান, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা দুটি ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওসিকে ম্যানেজ ও কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া টোকেন ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং তাদের ব্যবহৃত গাড়ীযোগে কসবা, বুড়িচং ও ব্রাহ্মণ পাড়া অংশ দিয়ে মহাসড়কের মিরপুর হাইওয়ে থানার বুকের উপর দিয়ে যুবসমাজকে ধংসের একমাত্র মাধ্যম মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, বিয়ার আতশবাজিসহ নানাহ রকম নিষিদ্ধ ও অবৈধ মালামাল নিয়ে যাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

 

মিরপুর ফাঁড়ি থানার সংলগ্নে বসবাসরত স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি, যেখানে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি করার লক্ষে সেবা প্রত্যাশিদের সেবা প্রাপ্তি সহজিকরণ ও তা নিশ্চিত করার পাশাপাশি গণমুখী পুলিশিং কার্যক্রম গ্রহন করেছে সেখানে ওসি মোহাম্মদ মনজুরুল আবছারের মতো কিছু অসৎ পুলিশ অফিসারের প্রশ্নবিদ্ধ অনৈতিক কর্মকাণ্ডে সমগ্র হাইওয়ে পুলিশ অফিসারদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা এই অনৈতিক কর্মকান্ড চাঁদাবাজি থেকে পরিত্রাণ সহ নিরাপদ সড়ক ও এই দূর্নীতিবাজ ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 

তিনি আগে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করলে-ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ভোল পাল্টে জিয়া পরিবারের নাম ভাঙ্গিয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন।

 

এ বিষয়ে জানতে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনজুরুল আবছারকে ফোন দিলে তিনি বলেন, ভাই এসব কথা মোবাইলে না বলে, আপনি সরাসরি থানায় আসেন বসে কথা বলবো। দলীয় পরিচয়ের বিষয়ে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসছে নাকি? আমি ডক্টর ইউনুসের লোক।

 

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এসপি অতিরিক্ত ডিআইজি (প্রতোন্নতিপ্রাপ্ত) মোঃ খাইরুল আলম বলেন, আমার নির্দেশনা দেয়া আছে সৎ ভাবে কাজ করবে জনগনের সেবা করবে এটাই। এর কোন রকম ব্যত্যয় ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com