সাখাওয়াত হোসেন (তুহিন):
‘সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে পারলে সরকারের নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে সাবেক মন্ত্রী কায়কোবাদ।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে বর্তমান সরকারের নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বুধবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কায়কোবাদের ছোট ভাই কে. এম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ, কামাল উদ্দিন ভূইয়া, আজিজ মোল্লা, আমজাদ আলী তছু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন ও নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম প্রমুখ।
শোকরানা ও দোয়া মাহফিল শেষে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, পতিত ফ্যাসিবাদী সরকারের মামলার শিকার হয়ে ১৩ বছর দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গত ২৮ ডিসেম্বর বাংলাদেশে আসেন। তাকে স্বাগত জানাতে মুরাদনগর থেকে কয়েক হাজার মানুষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে স্বাগত জানান এবং বরন করেন।