কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান তা নামঞ্জুর করেন।
সাইফুল ইসলাম শামীম দেবিদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পৌর আওয়ামী লীগের সদস্য এবং জাফরগঞ্জ মীর আব্দুল ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। আদালত সূত্রে জানা গেছে, তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। উচ্চ আদালতে জামিন আবেদন করলেও তাকে দায়রা জজ আদালতে হাজির হতে নির্দেশনা দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, ঘটনার সময় সাবেক মেয়র শামীম পরিবার নিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন, যা আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তারা উচ্চ আদালতে পুনরায় জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর জনতার দেবিদ্বার থানা ঘেরাওয়ের সময় সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। এক মাসেরও বেশি সময় ঢাকার হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর ১৪ সেপ্টেম্বর তার মৃত্যু ঘটে। মামলার বাদী নাজমুল হাসান সাবেক এমপি আবুল কালাম আজাদ, রাজী মোহাম্মদ ফখরুল ও পৌর মেয়র শামীমসহ ৯৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মুহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, এ মামলায় এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।