স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নস্থ উনঝুটি গ্রামের কৃতিসন্তান আব্দুল আউয়াল খাঁন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজের (জিএস) ও গুলশান থানা বিএনপির সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন। রাজনিতির শুরু থেকেই শহীদ মেজর জিয়াউর রহমানের আর্দশ বুকে লালন করে, মজলুম মানুষের পক্ষে জুলুমের বিপক্ষে সাহসী প্রতিবাদী। হতদরিদ্র দিনমজুর মানুষের জন্য আত্ম-মর্যাদা, সুযোগ-সুবিধা, জীবন-যাত্রার মানোন্নয়ন, শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে চলেছেন তিনি। বর্তমান দেবিদ্বার রাজনীতিতে থাকা নেতাদের নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ও কলহের অবসান চেয়ে, আব্দুল আউয়াল খাঁনকে এই মুহূর্তে দেবিদ্বার উপজেলায় বড্ড প্রয়োজন বলে মনে করছেন তৃণমূল বিএনপি ও সর্ব সাধারণ জনগণ।
স্থানীয়রা জানান, একমাত্র আব্দুল আউয়াল খাঁন’ই পারবেন জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার প্রতি সমান গুরুত্ব আরোপ করে, একটি স্বপ্নময় ভাতৃ-প্রতিম ও সম্প্রতিময় এলাকা গড়ে তুলতে। দেবিদ্বারে সব গোষ্ঠীর লোকজন একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে আব্দুল আউয়াল খাঁনের বিকল্প নেই। একাধিক স্থানীয় নেতাকর্মীরা জানান দেবিদ্বারে একজন নেতা হিসেবে আব্দুল আউয়াল খাঁনের তুলুনা হয় না। ভবিষ্যতে দেবিদ্বার উপজেলার কর্ণধর হয়ে সকল মানুষের আশা- আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশাবাদী এলাকাবাসী।