কুমিল্লার দেবীদ্বারে আদালতে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় বাদী ও বাদীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে বাদীর বাড়ীর প্রবেশ পথ বন্ধ করে এবং দখলীয় গাছ কাটলেন মামলার বিবাদীরা।
গত ২১ জুন (শুক্রবার) বিকেলে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউপির মরিচা গ্রামের জাবেদ সারোয়ার এর বাড়ীর প্রবেশ পথ ও দখলীয় জমিতে ঘটনা। এই ঘটনায় জিবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভুগী।
অভিযোগ সুএে জানা যায়, অভিযোগ কারী মোঃ জাবেদ সারওয়ার (৫৫) এবং বিবাদী মো.আমিরুল ইসলাম (৬০) মরিচা গ্রামের পাশাপাশি বাড়ীর বাসিন্দা। মো. আমিরুল ইসলাম এর সহিত পূর্ব হইতে জায়গা- জমি নিয়ে বিরোধের জেরে বিবাদী মো. আমিরুল ইসলামের পুএ নেয়ামত উল্লাহসহ আরো ০৩ জন মিলে ভুক্তভোগীর চাচার নিকট চাঁদা দাবী করে না পেয়ে ভুক্তভোগীর জায়গা হতে গাছ কেটে ক্ষতিসাধন করিলে ভুক্তভোগীর চাচা সৈয়দ আহমেদ বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা নং-৩২৯/২০২৪ইং দায়ের করার পর হইতে বিবাদী ও তাহার লোকজন নিয়ে ভুক্তভোগী জাবেদ সারোয়ারসহ তার পরিবারের লোকজনদেরকে বিভিন্ন সময় আদালতে দায়েরকৃত সিআর মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি-ধমকি দিয়ে আসার এক পর্যায়ে গত ২১ জুন বিকালে বিবাদী ও বিবাদীর চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বন্ধ করে দিয়ে ভুক্তভোগীর দখলীয় জায়গা হইতে প্রায় ২ হাজার টাকা মূল্য ১ টি কড়ই গাছ কেটে ফেলে বিবাদীরা।
ভুক্তভোগী জাবেদ সারোয়ার জানান, আমার চাচা সৈয়দ আহমেদ বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা নং-৩২৯/২০২৪ইং দায়ের করার জেরে মামলা তুলে নেওয়ার জন্য বিবাদী মো.আমিরুল ইসলাম ও তাহার লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের বাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে এবং একটি কড়ুই গাছ কেটে ফেলেছে।আমি ন্যায় বিচার চাই। আমি এর প্রতিকার চেয়ে দেবীদ্বার থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে জানতে অভিযোগে উল্লেখিত অভিযুক্ত মো.আমিরুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি গাছ কেটেছি এবং রাস্তা বন্ধ করে দিয়েছি সত্য। তবে প্রায় ১০ বছর আগে আমি ও আমার ভাই মোবারক তাদের নিকট ৫ শতাংশ বিক্রি করেছিলাম অবশিষ্ট জমি ও দখল করে রেখেছে তারা। এলাকার সর্দারগণ একাধিকবার দেন দরবার করলেও তারা দখল না ছাড়ায় দরবারীরা আমাকে দখলে যাওয়ার জন্য বলেছে।এই জন্য আমি গাছ কেটেছি ও রাস্তা বন্ধ করে দিয়েছি। তাছাড়াও, গত ০১ জুলাই দেবীদ্বার থানার এএসআই মিল্টন থানায় ডেকে নিয়ে উভয়পক্ষের দলিল পত্র দেখে বলে দিয়েছেন যে তিনি জমি মাপার সার্ভেয়ার (আমিন) নিয়ে এসে দাঁড়িয়ে থেকে জমি মাপ দিয়ে দখল দিয়ে যাবেন আমাকে।
এ বিষয়ে জানতে দেবীদ্বার থানার এএসআই মিল্টন (তদন্তকারী কর্মকর্তা)কে ফোন দিলে তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্হলে গিয়ে অভিযোগের সততা পেয়েছি রাস্তা বন্ধ দেখে আমি রাস্তা উন্মুক্ত করে দিয়েছি। ০১ জুলাই (সোমবার) উভয় পক্ষকে থানায় ডেকে এনে এ ঘটনা নিয়ে বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটে এমন কাজ করা যাবেনা এবং একজন আমিন নিয়োগ দিয়ে উভয়ের দলিল, খতিয়ান, ম্যাপ দেখে উভয়ের দাবী করা জমি বুঝে নেওয়ার জন্য বলে দিয়েছি।