মো. বিল্লাল হোসেন, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে ঘিরে দেবীদ্বারে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে নেতাকর্মীরা।
আগামী ২৫ শে জানুয়ারী (শনিবার) দেবীদ্বার উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী কর্মী সম্মেলন ঘিরে ব্যাপক শোডাউন আয়োজন করেন জামায়াত, দেবীদ্বারের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা,এই সম্মেলন কেন্দ্র করে স্হানীয় নেতা কর্মীরা উল্লাসিত পুরো উপজেলা ঘিরে, উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ও প্রধান সম্মনয়ক দেবীদ্বার উপজেলা সাবেক ভাইস অধ্যাপক শহিদুল ইসলাম চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহিদ বলেন- আমরা দেবীদ্বারের ঐতিহাসিক কর্মী সম্মেলন মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে ভূমিকা পালন করবে।
দেবীদ্বার উপজেলা আমীর বলেন, দেবীদ্বারে কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিনত হবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন, নেতা কর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, পেশাজীবি, সর্বস্তরের জনগণকে পাশে থাকার আহবান জানান।