নগরীর উত্তর চর্থায় আর্মির মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১, একাধিকজন পলাতক
নিজস্ব প্রতিবেদক,
কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর চরথা তেলিয়া পুকুর এলাকায় আজ সোমবার সকালে আর্মি ক্যাম্পের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ছাব্বির হোসেন। তার বাড়ি কুমিল্লা কোতোয়ালি থানার কাটাবিল গ্রামে। পিতা শহীদ মিয়া ও মাতা মুর্শিদা বেগম।
আর্মি সূত্র জানায়, অভিযানে ৩০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন, একটি ট্যাব ও দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় যে বাড়িতে অভিযান চালানো হয়, সেই বাড়ির গৃহকর্ত্রী পূর্বেও একাধিক মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, মাদক মামলার আসামিদের জন্য পর্যাপ্ত পুনর্বাসন ও সামাজিক সহায়তা না থাকায় তারা পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছেন। এ চিত্র দেশের মাদকবিরোধী লড়াইয়ে একটি বড় চ্যালেঞ্জ।
গ্রেপ্তারকৃত আসামিকে পরে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।