কুমিল্লাকে ট্যুরিজম নগরী হিসেবে গড়ে তোলা হবে’
কুমিল্লাবাসীর উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুমিল্লা-৬ সংসদীয় আসনের পক্ষে সেখানে বসবাসকারী কুমিল্লা মহানগর ও কুমিল্লাবাসীর পক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইসতিয়াক রুমি। অনুষ্ঠান পরিচালনা করেন মো: বাবু।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পালপাড়া এলাকার বাসিন্দা মোঃ নাসের, আরকুর পরিচালক মোঃ জসিম, মো: কামাল ভূইয়া লিটন, কামরূজ্জামান শামীম, কাজী আসাদউল্লাহসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মো: তপন, মো আব্দুল হান্নান, মো: সেলিম হায়দারসহ আরো অনেক।নিউইয়র্কে হাজী ইয়াছিনকে সংবর্ধনা প্রদান
নাগরিক সংবর্ধনায় বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, সকলে মিলে কুমিল্লাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আগামীতে যদি বিএনপির সরকার গঠন করে কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ আরো অনেক মেগা প্রকল্প হাতে নেওয়া হবে। কুমিল্লাকে বাংলাদেশের একটি ট্যুরিজম নগরী হিসেবে গড়ে তোলা হবে।