1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
নিজের অনিয়ম আড়াল করতে শিক্ষার্থীদের আন্দোলনে নামালেন ইউএনও! - দৈনিক কুমিল্লার ডাক
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
মুজিবুল হকের শেষ বয়সে বিয়ের নেপথ্যে কিবরিয়া সাংবাদিকের মামলায় চার চাঁদাবাজ অভিযুক্ত চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নে জামায়েত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা, ঝাল বেশি কাঁচা মরিচে টানাপোড়ন বাদ দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই : মজিবুর রহমান মঞ্জু চৌদ্দগ্রামে মিঞা বাজার কলেজ গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামের উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা কামরুল হুদা নাঙ্গলকোটে ভুয়া দাঁতের ডাক্তারসহ ফার্মেসির স্বত্বাধিকারী অনৈতিক কাজে আটক

নিজের অনিয়ম আড়াল করতে শিক্ষার্থীদের আন্দোলনে নামালেন ইউএনও!

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৪৮ Time View

কুমিল্লার মুরাদনগরে নিজের অনিয়ম দুর্নীতি আড়াল করতে শিক্ষার্থীদের আন্দোলনে নামালেন ইউএনও সিফাত উদ্দিন। রোববার নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করান ওই কর্মকর্তা।

এর আগে শনিবার ইউএনও সিফাত উদ্দিনের অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তরে খবর প্রকাশিত হয়। এতে তিনি আইনগত মোকাবিলা না করে সাংবাদিকের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের উসকে দেন বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক সমাজসহ সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে একজন সরকারি কর্মকর্তার এমন অনৈতিক অপকৌশলের নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা।

জানা গেছে, কুমিল্লার মুরাদনগরে প্রায় ৬ মাস পূর্বে যোগদান করেন ইউএনও সিফাত উদ্দিন। পরে সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকার এবং তার ছেলে অপসারিত উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকারের পক্ষ নিয়ে নানা অনিয়ম প্রশ্রয় দেন। অবৈধ ড্রেজার পরিচালনা, গোমতী নদী থেকে অবৈধভাবে বালু এবং মাটি লুট, আশ্রয়ণ প্রকল্পে অনিয়মসহ নানা অনিয়মের সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

৫ আগস্ট সরকার পতনের পর ক্ষুব্ধ জনতা ইউএনওর বাসভবনে হামলা চালান। ইউএনওর অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক যুগান্তরে খবর প্রকাশিত হয়। এতে তিনি আইনগতভাবে মোকাবিলা না করে রোববার মুরাদনগরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের যুগান্তরের সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে উসকে দেন। এ সময় শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ইউএনও ওই কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে ইউএনওর এমন কাণ্ডে গোটা জেলায় সমালোচনা সৃষ্টি হয়েছে।

তবে টেলিফোন রিসিভ না করায় ইউএনও সিফাত উদ্দিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক বলেন, ইউএনও নিজের অনিয়ম দুর্নীতি আড়াল করতে শিক্ষার্থীদের ব্যবহার করছেন। এটা তিনি ঠিক করেননি। যুগান্তরের সাংবাদিক আবুল খায়ের একজন পেশাদার গণমাধ্যম কর্মী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ইউএনওর মধ্যে স্বচ্ছতা থাকলে তিনি সংবাদকে চ্যালেঞ্জ করতে পারেন। জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করতে পারেন; কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামানো পেশাদার কর্মকর্তার কাজ না। তিনি নিজের ত্রুটি আড়াল করতে এমন অপকৌশলের আশ্রয় নিয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুবেল হোসেন বলেন, মুরাদনগরে ইউএনও তার নিজের স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করাল। এর মাধ্যমে বুঝা যাচ্ছে স্বাধীন সাংবাদিকতায় তিনি প্রতিবন্ধকতা তৈরি করছেন; যারা আজকে মিছিল করেছে তারা বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কেউ নয়। ইউএনওর এ ধরনের কোনো রাইট নেই। অনিয়ম-দুর্নীতি পত্রিকায় প্রকাশিত হলে তিনি তা আইনগতভাবে মোকাবেলা করতে পারেন কিন্তু ছাত্রদের এভাবে ব্যবহার করা মোটেও সমীচীন হয়নি। বিষয়টি নিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে কথা বলে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেব।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, এসব না করার জন্য আমি তাকে ফোন করেছি। বিষয়টি আমি খতিয়ে দেখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com