মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারের দক্ষিণ অংশে তারকাঁটার বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি ও গাছ লাগানোর চেষ্টার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
নিমসার বাজার, যা দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারী কাঁচা বাজার হিসেবে পরিচিত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন। এই বাজারটি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের উৎস এবং আশেপাশের কয়েকটি উপজেলার হাজারো পরিবারের রুজি রুটির জোগানদাতা। সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ মহাসড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করে, যার ফলে প্রায় ৫০০ ব্যবসায়ী বিপাকে পড়েছেন।
ব্যবসায়ীরা দাবি করেন, আকস্মিক উচ্ছেদের ফলে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সরকারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা সরকারি জমি ছেড়ে মালিকানাধীন জায়গায় পুনর্বাসনের চেষ্টা করছেন।
তবে, দক্ষিণ বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, উত্তর বাজারের একটি চক্র তাদের বাজার ধ্বংসের পায়তারা করছে। তারা অবৈধভাবে তারকাঁটার বেড়া দিয়ে এবং গাছ লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যা বাজারের মূল অংশের ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি করছে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বাজার রক্ষায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।