প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শুদ্ধি অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক-আইজিপিকে চুক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমডি) কমিশনারকে গুরুত্বহীন করে পুলিশ সদর দপ্তরে সংযুক্তি করা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নাম-পরিচয়ে কে কখন কাকে পেছনে ফেলে সামনে এগিয়ে তা বোঝা দায়। টানা ১৫ বছরের ধারাবাহিকতায় চোরে চোরে মাসতুতু ভাই একটি পক্ষ সরকারের চেয়ে বড় সরকার হয়ে উঠে। এখন তাদের কৌশলে পাশ কেটে প্রশাসনকে নিরপেক্ষ করতে বিএনপি-জামায়াতের বঞ্চিত কর্মকর্তারা।
প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় থেকে শুরু করে গুমুরত্বপূর্ণ মন্ত্রণালয়-বিভাগ এবং অধিদফতর, সংস্থার কর্মকর্তারা এত দিন যাদের জয় বাংলা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা বন্দনায় পঞ্চমুখ ছিলেন। সুবিধাভোগী ও দুর্নীতিবাজ কর্মকর্তারা হাসিনা সরকারের আমেলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। ছাত্র আন্দোলনের চূড়ান্ত মুহূর্তেও শেখ হাসিনা সরকারের পাশে আছি স্লোগান দিয়েছেন, তাদের অনেকেই আজ প্রশাসনে বিভিন্ন মন্ত্রণালয়ে জিন্দাবাদ স্লোগান তুলেছেন বিএনপিতে ফিরছেন। এছাড়া ভালো ভালো পদে পদোন্নতি-বদলীর জন্য তদবির করে আসছেন।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব নাজমুছ সাদাত সেলিমকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন। অতিরিক্ত সচিব মো.আব্দুর রউফ এনডিসিকে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসনের এই উইংটি খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সিনিয়র সচিব-সচিব যারাই আছেন তাদেরও নিয়োগ বাতিল করা হচ্ছে। এর বাইরে যারা সরকারের আস্তাভাজন দায়িত্বশীল কর্মকর্তা আছেন পর্যায়ক্রমে তাদের ওএসডি করা হবে। এ সংক্রান্ত সার-সংক্ষেপ প্রস্তত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।
রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নাম-পরিচয়ে কে কখন কাকে পেছনে ফেলে সামনে এগিয়ে তা বোঝা দায়। টানা ১৫ বছরের ধারাবাহিকতায় চোরে চোরে মাসতুতু ভাই একটি পক্ষ সরকারের চেয়ে বড় সরকার হয়ে উঠে। এখন তাদের কৌশলে পাশ কেটে প্রশাসনকে নিরপেক্ষ করতে তৎপর বিএনপি-জামায়াতের বঞ্চিতরা। কিন্ত সর্ষের মধ্যে ভূত ঢুকেছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ। নিজেদের বঞ্চিত বলে পরিবর্তিত পরিস্থিতিতে পদোন্নতি দাবি করছেন এমন কর্মকর্তাদের মধ্যে একাধিক ব্যক্তি রয়েছেন যারা দুর্নীতিবাজ। যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল। কট্টর সমর্থক হওয়ার পরও শুধু দুর্নীতির কারণে পদোন্নতি দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার। এমন কি বিগত দিনে গুরুত্বপূর্ণ এবং লোভনীয় পদে পদায়ন ছিলেন এমন কর্মকর্তারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। দেড় দশকে সচিবালয়ে যেসব সুবিধাভোগী আমলারা নিজেকে আওয়ামীপন্থি হিসেবে জাহির করেছেন, তাদের অনেকেই নিরপেক্ষ সাজার চেষ্টা করছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরদিন সকাল রোববার থেকে প্রতিটি মন্ত্রণালয়ে বিএনপি ও জামায়াতপন্থি কর্মকর্তারা দলে দলে শোডাউন দিচ্ছেন। আর তাদের সাথে মিশে যাচ্ছেন এসব সুবিধাভোগী বর্ণচোরা কর্মকর্তারা। যাদের মধ্যে অনেকে ১৬ বছর আগেও ডিগবাজি দিয়েছিলেন। এদিকে সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম পরিবর্তন, পেশাগত ও বেতন বৈষম্য দূরীকরণ, বেতন কমিশন গঠনসহ দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা নিরসনের জন্য আবেদন জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী নেতারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীর কাছে এসব দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন তাদের অনেকেই সুবিধাভোগী বলে জানা গেছে।জানা গেছে, যারা বিদায়ী সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, প্রধানমন্ত্রী ও বঙ্গভবনে এবং বিভিন্ন সময়ে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে বিরোধীদের উপরে দমনপীড়ন করেছিল, তাদের প্রতিও তীক্ষè নজর রাখছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকেও গুরুত্বপুর্ণ জায়গা না বসাতে একট্টা দীর্ঘদিন পদোন্নতি-পদায়ন বঞ্চিত প্রশাসনের বৃহৎ একটি পক্ষ। এমনকি যারা মাঠে ডিসি রয়েছেন দ্রুতই তাদের ওঠানো হবে। সেখানে দলনিরপেক্ষ কর্মকর্তাদের ডিসি নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে এপিডি উইংয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের পর বিগত ১৫ বছরের বেশি সময় ধরে যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত চিহ্নিত করে পদোন্নতি বঞ্চিত করা হয়েছিল, তারাই এখন সম্মুখে এসে নেতৃত্ব দিচ্ছেন। গত কয়েকদিন ধরে বঞ্চিত কর্মকর্তাদের পদচারণায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের করিডোর সার্বক্ষণিক মুখরিত দেখা গেছে। যে কারণে দীর্ঘদিন সরকারের সকল ধরণের সুযোগ-সুবিধা পাওয়া কর্মকর্তারা বেশ কিছুটা চাপে ও আতঙ্কে রয়েছেন। গতকাল রবিবার সিনিয়র সচিব, সচিব ও অন্যান্য কর্মকর্তারা সচিবালয়ে তাদের দপ্তরে থাকলেও মানষিকভাবে ছিলেন চিন্তিত। বঞ্চিতদের রোষানলে পড়তে পারেন এমন আশঙ্কায় তারা অধিকাংশ সময় ছিলেন নিরব। গত ৫ আগষ্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর গতকাল সিনিয়র সচিব, সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতি বেশি দেখা গেছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে গতকালই দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আসায় তিনি দপ্তরে এসে উপদেষ্টার সঙ্গে রাজারবাগ পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে যোগ দেন। তবে তাকে বেশ ম্লান দেখা যায়। তবে সচিবালয়ে সভা শেষে উপদেষ্টা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও সচিব নিজেকে এড়িয়ে তার কক্ষে চলে যান।ভোল পাটাচ্ছেছন কর্মকর্তারা
আওয়ামী লীগ সরকারের আস্তাভাজন ও অনুসারী হওয়ার পরও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির কারণে পদোন্নতি না পাওয়া একশ্রেণির সুযোগ-সন্ধানী কর্মকর্তা বঞ্চিতদের দলে ভিড়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে। তাদের পদোন্নতি না পাওয়াকে আগের সরকারের প্রতি আনুগত্য না দেখানোর কারণে বলে শুরু করেছেন মায়াকান্না। তবে বঞ্চিতদের একটি পক্ষ এ নিয়ে রয়েছেন সোচ্ছার। ইতিমধ্যে প্রায় তিনশ কর্মকর্তার একটি তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্যে থেকে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে প্রশাসনে আগের সরকারের রেখে যাওয়া চক্রকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর কৌশল নিয়ে কাজ করছেন বলে শ্রুতি রয়েছে। এতে সাপ-ও মরবে, লাঠিও ভাঙবে। এর আগে এসএসবির সভা করে যোগ্যদের মধ্যে থেকে সচিব ও অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ মন্ত্রিপরিষদ বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত মো. মনির হোসেন তাদের ৬ দফা দাবি করে মিছিল দিয়েছেন সে একজন আওয়ামীলীগের দালাল। আওয়ামী লীগ সরকার অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন। সেই আজ বলছেন আমরা বৈষম্যের শিকার। এটা আসলে ঠিক না।