1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
পারিশ্রমিকের টাকা চাওয়ায় একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ:
কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল চারজনের আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দখলে নিতে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জন আটক কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের কুমিল্লায় কোতোয়ালী মডেল থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক বুড়িচংয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ প্রতারক শাহিন আলমের বিরুদ্ধে নিজ গ্রামে মানববন্ধন শুভ উদ্বোধন হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। চৌদ্দগ্রামে শাহিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী

পারিশ্রমিকের টাকা চাওয়ায় একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪৮৪ Time View

পারিশ্রমিকের টাকা চাওয়ায় একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। আহতদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে পরিবারের বরাত দিয়ে জানা গেছে। এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে বুড়িচং থানা পুলিশ। বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার বিকেলে পারিশ্রমিকের বকেয়া ১৫০০ টাকা চাইতে একই গ্রামের নজরুল ইসলাম কুটির ছেলে মামুনের বাড়িতে যান প্রকাশ দেবনাথ (২২) ও কনক দেবনাথ (২১)। পাওনা টাকা না দিয়ে উল্টো তাদের চর থাপ্পড় দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন মামুন। পরে অভিভাবকদের নিয়ে কেন টাকা দেবে না এবং মারধরের কারণ জানতে মামুনের অভিভাবকের কাছে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মামুন (৩০), তার ভাই মাসুদ (৩৫) ও পিতা নজরুল ইসলামসহ তাদের লোকজন এলোপাতাড়ি মারধর করেন। তাদের এলোপাতাড়ি মারধর, ছুরিকাঘাত ও লাঠির আঘাতে গুরুতর আহত হন প্রকাশ, কনক দেবনাথসহ তাদের পিতা শুধাংশু দেবনাথ ও মাতা শিল্পী দেবনাথ। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাৎক্ষণিকভাবে ঢামেকে রেফার করা হয়।
আহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ডাক্তাররা। আহত অন্যান্যরাও চিকিৎসাধীন আছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, পাওনা টাকার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মামুন, মাসুদ ও নজরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com