1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
প্রধান শিক্ষক সমিতি, কুমিল্লা’র ইফতার মাহফিল, শিক্ষক সংবর্ধনা ও কমিটি পুনর্গঠন - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল চারজনের আওয়ামী লীগ নেতার পৈতৃক সম্পত্তি দখলে নিতে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জন আটক কুমিল্লায় ফেসবুকে আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের কুমিল্লায় কোতোয়ালী মডেল থানার অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক বুড়িচংয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪ প্রতারক শাহিন আলমের বিরুদ্ধে নিজ গ্রামে মানববন্ধন শুভ উদ্বোধন হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। চৌদ্দগ্রামে শাহিদা হত্যাকান্ডের রহস্য উদঘাটন, বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী

প্রধান শিক্ষক সমিতি, কুমিল্লা’র ইফতার মাহফিল, শিক্ষক সংবর্ধনা ও কমিটি পুনর্গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩০৬০ Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে দোয়া-ইফতার মাহফিল, আলোচনা সভা, শিক্ষক সংবর্ধনা ও কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ।

বুধবার (২৬ মার্চ) কুমিল্লা শহরের কান্দিরপাড়স্থ টপটেন টাওয়ার এর বিলাসবহুল ‘দেশ প্রিয় কনভেনশন সেন্টার’ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বিন গফুর মজুমদার।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব গোলাম মোস্তফা ও ময়নামতি সপ্রাবি, বুড়িচং এর প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন এবং সদর উপজেলার বিষ্ণপুর সপ্রাবির প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা এর যৌথ সঞ্চালনায় দোয়া ও ইফতার শেষে শিক্ষক সংবর্ধনা, জেলা কমিটি পুনর্গঠনকল্পে একটি কমিটি গঠিত হয়েছে।

এর আগে দশম গ্রেডের দাবিতে সুপ্রিমকোর্টের রিভিউ পিটিশন মামলার রায় অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ গত ০৯ মার্চ হতে দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা ও দশম গ্রেড প্রাপ্ত হওয়ায় মামলার প্রধান বাদী প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ, অর্থ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (১) খাইরুল ইসলাম ও কুমিল্লা অঞ্চলের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া মামলায় বিশেষ অবদানের জন্য নির্বাহী সভাপতি রনজিত ভট্টাচার্য মনি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছায়িদ উল্লা এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ রাজুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিয়াজ পারভেজ জুলাই বিপ্লবের মহান শহীদদের স্মরণ করে বলেন, এ বিপ্লবের ফলে প্রধান শিক্ষকগণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এর ঐকান্তিক প্রচেষ্টায় আদালতের মাধ্যমে প্রধান শিক্ষকগণ তাঁদের মর্যাদা ফিরে পেয়েছেন। এ ঐতিহাসিক রায়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে একসাথে সারাদেশে প্রায় ৬৬ হাজার গেজেটেড কর্মকর্তার পদ সৃষ্টি হয়ে গেল। গত ০৯ মার্চ থেকে গেজেটেড মর্যাদা ও দশম গ্রেডের রায় হওয়ায় তিনি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ রায় তিনি দেশের সকল প্রধান শিক্ষকগণকে উৎসর্গ করেন। এ সময় তিনি প্রধান শিক্ষকগণকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রনজিত ভট্টাচার্য মনি, প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (১) খাইরুল ইসলাম, অর্থ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আবেদ, কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহনেওয়াজ মুক্তার, চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি সুপন মল্লিক সহ কুমিল্লা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে কুমিল্লা জেলা শাখার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক প্রধান শিক্ষকবৃন্দের উপস্থিতিতে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক রনজিত ভট্টাচার্য মনি কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে ও উপস্থিতির সর্বসম্মতিতে খালেদ বিন গফুর মজুমদারকে সভাপতি, গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক ও সহিদ উল্যাহকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুমিল্লা জেলা কমিটি পুনর্গঠন করেন। এ সময় বিভাগীয় সমন্বয়ক আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদন নেয়ার জন্য নবগঠিত কমিটির প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com