সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক “কুমিল্লার ডাক” পত্রিকার লোগো ও পরিচিতি ব্যবহার করে একটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে। এই মনগড়া তথ্যসংবলিত সংবাদে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে, যা পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস মাত্র।
“দৈনিক কুমিল্লার ডাক” কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে যে, উক্ত ফটোকার্ড ও লোগো সম্মিলিত সংবাদ পত্রিকার কোনো অফিসিয়াল প্রকাশ নয়। এটি একটি মিথ্যা প্রচার, যা বিভ্রান্তিমূলক এবং জনমনে ভুল ধারণা সৃষ্টির আশঙ্কা রয়েছে।
এহেন ভুয়া সংবাদ প্রচার ও পর্নোগ্রাফিসহ অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
*নিবেদক:*
বার্তা বিভাগ,
“দৈনিক কুমিল্লার ডাক”