1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির মুক্তি নিয়ে তোলপাড় - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর পানি , সকলকে সতর্ক থাকার আহবান মুরাদনগরে গণপিটুনিতে মা-মেয়ে সহ তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর শিক্ষার্থী তাসফির আত্মহত্যা ঘিরে উত্তাল কুমিল্লা কালেক্টরেট স্কুল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচার দাবি টানা বর্ষণে কুমিল্লা শহরে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ শিরোনাম: বাঞ্ছারামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে  ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি রাইস মিলকে  ৬০ হাজার টাকা জরিমানা দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির মুক্তি নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১৩৭ Time View

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলার আবদুল্লাহিল আল আমিনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কারা অধিদফতরে তোলপাড় চলছে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন জেলার আল আমিন।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি করার কথা থাকলেও সেটি হয়নি। গত ১২ নভেম্বর রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশ উপেক্ষা করে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। একাধিক সূত্রের দাবি, ওই দুই আসামিকে অবমুক্ত করার নেপথ্যে বড় ধরনের লেনদেন হয়ে থাকতে পারে। দুই আসামিকে আবারও গ্রেফতার করতে লক্ষ্মীপুর আদালত থেকে পরোয়ানা জারি হয়েছে। আলোচিত আসামিরা হলো লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মনা ব্যাপারীর ছেলে সানাউল্লাহ এবং নোয়াখালীর সুধারাম উপজেলার আবদুল গনির ছেলে রহিম মিয়া।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সানাউল্লাহ, আবদুর রহিম, মো. হারুন, আবুল কাশেম ওরফে কাশেম মাঝিসহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় ২০১৭ সালের ২৯ মার্চ লক্ষ্মীপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালতে ওই চার আসামির ফাঁসির আদেশ হয়। সব আইনের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের রায় কার্যকরের জন্য সানাউল্লাহ (কয়েদি নং-৮৫৯০) এবং আবদুর রহিমকে (কয়েদি নং- ৮৫৯১) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। তাদের মধ্যে সানাউল্লাহ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু গ্রামের মনা বেপারীর ছেলে এবং আবদুর রহিম নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্ডারচর গ্রামের আবদুল গনির ছেলে। আর বাকি দুই আসামি মো. হারুন (কয়েদি নং- ৮৫৯২) ও আবুল কাশেম ওরফে কাশেম মাঝিকে (কয়েদি নং-৮৫৯৩) গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে পাঠানো হয়। এরই মধ্যে জেল আপিলে আসামি পক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করে।
এতে আদালত চার আসামিকে খালাস দেন। তাদের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেলাল আহমেদও উচ্চ আদালতে আপিল করেন। আদালত ওই আসামিদের মুক্তির আদেশের বিরুদ্ধে ৮ সপ্তাহের স্থগিতাদেশ দেন।
সূত্র জানায়, এ আদেশের কপি উচ্চ আদালত থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ও দণ্ডাদেশ দেওয়া লক্ষ্মীপুরের ওই আদালতেও পাঠানো হয়। এদিকে লক্ষ্মীপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চলতি বছরের গত ৬ নভেম্বর আসামিদের খালাসের আদেশ দেন। কিন্তু এ সময় উচ্চ আদালতের ৮ সপ্তাহের স্থগিতাদেশ ছিল।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র জানায়, উচ্চ আদালতের আদেশের ৬ দিন পর গত ১২ নভেম্বর কারা কর্তৃপক্ষ তাদের মুক্তির ব্যাপারে আদালতের চূড়ান্ত খালাস আদেশটি পান। ওইদিন কারাগারের ডেপুটি জেলার তৌহিদুল ইসলাম লক্ষ্মীপুরের সংশ্লিষ্ট কোর্টের ব্যাঞ্চ সহকারী জহুরুল আলমের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আসামিদের মুক্তির আদেশের বিষয়টি নিশ্চিত হন। এমতাবস্থায় উচ্চ আদালতের ৮ সপ্তাহের স্থিতাবস্থা চলমান থাকা অবস্থায় ওইদিনই (১২ নভেম্বর) আসামি সানাউল্লাহ ও আবদুর রহিমকে কুমিল্লা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়েই আসামিরা আত্মগোপনে চলে যায়। তবে উচ্চ আদালতের স্থিতাবস্থা চিঠি কেন আমলে নেওয়া হয়নি এর উত্তর মিলেনি কারও কাছ থেকে।
লক্ষ্মীপুর আদালতের বেঞ্চ সহকারী জহুরুল আলমের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যা জানার কুমিল্লার কারাগার থেকে জানেন। এ বিষয় বিস্তারিত কিছু বলতে পারব না। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আবদুল্লাহিল আল-আমিন বলেন, লক্ষ্মীপুরের আদালতের নির্দেশে দুই আসামিকে মুক্তি দেওয়া হয়। তারা ওই আদালত থেকে খালাস পেয়েছেন। রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশের বিষয়টি আমার ‘নলেজে’ ছিল না। লেনদেনের অভিযোগ একেবারে মিথ্যা।
চট্টগ্রাম কারা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতান বলেন, ‘বিষয়টি কারা কর্তৃপক্ষ অবগত আছেন। এ বিষয়ে কার ভুল ছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু আদালত আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাই আত্মগোপনে যাওয়া দুই আসামিকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com