বদরুল হাসান রাব্বু, যিনি কথার চেয়ে কাজ করার মানুষিকতায় বিশ্বাসী, নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় মা’কে হারিয়ে পিতা মরহুম হাজ্বী মান্নান সাহেবের গড়া দিনি শিক্ষায় শিক্ষিত হন। থিরা পুকুর পাড় এলাকার নামকরণও হয়েছে রাব্বুর পরিবার থেকে।
করোনার সময়, যখন অনেক পরিবার খাদ্য সংকটে ভুগছিল, রাব্বু রাতের আঁধারে তাদের কাছে দীর্ঘদিন চলার মতো খাদ্য সামগ্রী পৌঁছে দেন। রাজনীতিতে তিনি বিরোধী মতের কাউকে ঘায়েল করে নিজের দলভারি করার মতো ঘটনা থেকে বিরত থাকেন। দলমত নির্বিশেষে এলাকার সবার কাছে প্রিয় একটি নাম রাব্বু।
চর্থার রাজনীতির ইতিহাসে রাব্বু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বেকার যুবকদের কাজে লাগিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছেন। ছোটবেলা থেকেই খেলাধুলা তার নেশা। কারো উপকার করতে পারলেই যেনো স্বস্তি নিয়ে ঘরে ফিরে ঘুমান। নিরবে বহু মানুষের উপকার দিনরাত করলেও কখনো কোথাও শোনা যায়নি যে তিনি অমুকের জন্য এই করেছেন বা তমুকের জন্য সেই করেছেন।
নিজ এলাকা ছাড়াও কুমিল্লা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাব্বুর হাজার হাজার কর্মী ও সমর্থক। তার এই নিবেদিতপ্রাণ সমাজসেবার জন্য তিনি সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন।