1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
বন্ধুকে হত্যা করে নিজেই মামলার সাক্ষী - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মামলা করে বিপাকে সাংবাদিক! ১০ লাখ টাকা চাঁদা দাবি আসামিদের মুরাদনগরে আকুবপুর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী ছাত্রলীগ কুমিল্লা (উত্তর) জেলা সাধারন সম্পাদক সাইফুল গ্রেফতার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বসন্ত বরণ ও তারুণ্যের পিঠা উৎসব -সন্তানের স্বীকৃতির দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় বিদায় নিন : সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লায় ঘন কুয়াশায় দুর্ঘটনার শিকার ৮ পরিবহন, আহত ১৫ এসপি নিজেই ইয়াবা ব্যবসায় জড়িত! ডিএনসি উপপরিচালক ইমরুল হাসানের বিরুদ্ধে কুমিল্লায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক এম সাদেক ইন্তেকাল করেছেন

বন্ধুকে হত্যা করে নিজেই মামলার সাক্ষী

মোঃ বিল্লাল হোসেন :
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩২০৬ Time View

কুমিল্লার দেবীদ্বারের আলোচিত শান্ত হত্যাকাণ্ডের রহস্য যেন সিনেমাকেও হার মানাবে। জেলা সিআইডি’র তদন্তে মিললো অবাক করা তথ্য। আলোচিত শান্ত হত্যাকাণ্ডে মামলার ৫নং সাক্ষী ছিলেন শান্তর ঘনিষ্ঠ বন্ধু সাজিব। সেই সাক্ষী সাজিবই চাকু দিয়ে হত্যা করে শান্তকে। হত্যা করে সাক্ষী বনে যাওয়া ঘটনার রহস্য উন্মোচন করেছে কুমিল্লা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। তদন্তে বেড়িয়ে এসেছে শান্ত হত্যাকাণ্ডে সাজিবের সম্পৃক্ততার প্রমাণ। সাজিব চাকু দিয়ে শান্তকে তলপেটে আঘাত করে। আর সেই আঘাতেই নিহত হোন মেহেদী হাসান শান্ত।

সিআইডি সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবীদ্বারের নুরপুরে দু’বছর আগে ঈদুল আজহার আগের দিন আসামি সাজিব ও আল আমিনের মধ্যে তর্কাতর্কি হয়। তাদের হট্টগোল শুনে সেখানে আরো উৎসুক জনতার ভিড় হয়। একটা পর্যায়ে যুক্তরাষ্ট্রে পলাতক অভিযুক্ত সাজিব তার পকেটে থাকা চাকু (সুইস গিয়ার) দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে আলআমিনসহ চারজন গুরুতর আহত হয়। এসময় শান্ত সাজিবকে থামাতে পেছন থেকে আকড়ে ধরলে সাজিব শান্তর তলপেটে চাকু দিয়ে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শান্ত। সাজিব মোটরসাইকেলে পালিয়ে গেলে শান্তকে স্থানীয়রা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট পরির্দশক নুরুল আমিন জানান, আলোচিত হত্যাকাণ্ডটি নিয়ে সিআইডি নিবিড়ভাবে অনুসন্ধান করে। প্রতিটি আলামত ও সাক্ষীর কথা ভালোভাবে বিশ্লেষণ করে বেরিয়ে আসে আসল হত্যাকারীর পরিচয়। মামলার চারজন সাক্ষী আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। এতে সাজিবই শান্তকে হত্যা করেছে বলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সাজিবের চাকুর আঘাতে শান্ত মারা যায়। নিহত মেহেদী হাসান শান্ত ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে। অভিযুক্ত সাজিব যুক্তরাষ্ট্রে পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com