পয়ালগাছা ইউনিয়নে বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজী ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের দেড়শত পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল ৫টায় বরুড়া উপজেলা পয়ালগাছা ইউনিয়নের দোঘই আরিফ-বাবলু শহিদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়।
এড. কাজী নাজমুস সা’দাত (সাধন) এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী শামীম রেজা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ রাকিবুল হাসান। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন এড. কাজী নাজমুস সা’দাত সাধন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পয়ালগাছা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। টেলিকমিউনিকেশন বক্তব্য রাখেন জার্মান প্রবাসী কাজী ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দিন লেদু। সিনিয়র সহ-সভাপতি, পর্তুগাল প্রবাসী কাজী আক্তার হোসেন। সাধারণ সম্পাদক, ফ্রান্স প্রবাসী কাজী আব্দুর রেজা তুহিন।
প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখেন বরুড়া থানা ইনচার্জ নাজমুল হক। তিনি বলেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
উক্ত অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন কাজকামতা আশ্রাফিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম মজুমদার। মোনাজাতের শেষে পয়ালগাছা ইউনিয়নে বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় পয়ালগাছা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।