লক্ষিপুর ইউনিয়নে ১৫০ পরিবারে ত্রাণ বিতরণ করলেন বরুড়া জনকল্যাণ সমিতি ও ছাত্রকল্যাণ সমিতি- চট্টগ্রাম
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা লক্ষীপুর ইউনিয়নে বন্যকবলিত এলাকায় চট্টগ্রামস্থ বরুড়া জনকল্যাণ সমিতি ও ছাত্রকল্যাণ সমিতি ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, তৈল, লবণ, হলুদ গুড়া, মরিচ গুড়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মশার কয়েল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস।
প্রথমে লক্ষিপুরের নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়। এইভাবে লক্ষীপুর শহীদস্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও এমডি মুন্সি মাদ্রাসা সহ অন্যন্যা আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়। মোট চারটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করা হয়।
এই সময় আশ্রয়কেন্দ্রের থাকা সকলের খোঁজখবর নেওয়া হয়। আশ্রয় কেন্দ্রে কোন সমস্যা হচ্ছেনা এমনটি বলছেন আশ্রয়কেন্দ্রে থাকা কয়েকটি পরিবার।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি ডাঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ মতিন, সিনিয়র সহ সভাপতি আঃ জলিল, যোগাযোগ বিষয়ক সম্পাদক আঃ বাতেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন (নয়ন), ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক তারেক আজিজ, সদস্য মতিউর রহমান বাবলু ও শরীফ হোসেন। বরুড়া ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সভাপতি আরাফাত রহমান ও সাধারণ সম্পাদক মো: সিয়াম।