মো: আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশের প্রত্যয়ে “মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান–২০২৫”-এর অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অফিস সম্পাদক মো: সাব্বির রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি মো. মাহিম রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো: সোহেল তানভীর। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজ শাখার সভাপতি ফয়সাল আহাম্মেদসহ উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো: সাব্বির রহমান বলেন, “আসুন, একটি গাছ লাগাই – আগামী প্রজন্মকে বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের সূচনা করা হয়েছে। তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ করা উচিত।”
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তার পাশ ও জনবসতিপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পুরো মাস জুড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলমান থাকবে।