মো: আলাউদ্দীন সাদী
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মোহাম্মদ আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।
উপজেলা সেক্রেটারি জনাব শামীম নূর ইসলামের সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সেক্রেটারি, রুকন, সদস্য ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ গজল ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। এরপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম বক্তব্য প্রদান করেন।
তিনি তার বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “আজ যখন জাতি ঈদের আনন্দ উপভোগ করছে, তখন অনেক আন্দোলনকারী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শহীদদের পরিবারদের এই ঈদ নিঃসন্দেহে বেদনাদায়ক।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। শহীদদের রক্তের সাথে বেইমানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব, আর সে লক্ষ্যেই জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।”
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা কাজী আবুল বাশার দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও সকলের সুস্বাস্থ্যের কামনা করেন এবং আনুষ্ঠানিকভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।