শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপি-জামায়াতের মধ্যে বিরোধ প্রকট আকার ধারণ করে। এই বিরোধের ফলে দলভারি করার প্রতিযোগিতা শুরু হয়। আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের পুনর্বাসন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই যোগদানকে আওয়ামী পূর্নবাসন বলে মন্তব্য করেছেন এবং বলেছেন, এভাবে চলতে থাকলে বিএনপি-জামায়াত চিরতরে হারিয়ে যাবে। তারা আরও দাবি করেন দ্রুত যোগদান খেলা বন্ধ করে ফ্যাসিষ্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হয়েছেন মো. আবু হানিফ। আগামী ১৮ জানুয়ারি কর্মী সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণার কথা রয়েছে। জানা গেছে, আবু হানিফ একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার। তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি (আবু হানিফ) গত ১০ বছর ধরে আমাদের লোক। তাকে জোর করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছিল, জোর করে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করা হয়েছিল। তবে আমরা এখনও ঘোষণা দিইনি। ১৮ জানুয়ারির সম্মেলনের মাধ্যমে দেওয়ার কথা ছিল।’
এই উদাহরণটি স্পষ্টভাবে দেখায় যে, আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের পুনর্বাসন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব সংকটে পড়বে। তারা আরও বলেন, এই পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করে ফ্যাসিষ্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা উচিত।
বিএনপি-জামায়াতের মধ্যে বিরোধের কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করেছেন যে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দল দুটির মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে। বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে এছাড়াও, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে অবস্থান সুসংহত করা নিয়ে ছাত্রদলের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের বিরোধও প্রকাশ্যে এসেছে।
এই পরিস্থিতিতে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা থাকা জরুরি। নয়তো জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের ‘গৃহপালিত বিরোধী দলে’ পরিণত হয়েছিল, সেই অবস্থার উদ্ভব হতে পারে।