ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিরুদ্ধে বিএনপির এক নেতাকে পরিকল্পিতভাবে ইয়াবা দিয়ে আটকের পর সাড়ে পাঁচ লাখ টাকা ও স্বাক্ষর করা নয়টি চেক নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নোমান মিয়া, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, এ অভিযোগ করেছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নোমান মিয়া পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন, উপপরিদর্শক (এসআই) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী ও দীপক কুমার পাল।
নোমান মিয়া অভিযোগ করেন, গত বুধবার রাতে আশুগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলেও, পুলিশ তাঁর বাসা থেকে ৫ লাখ ৫৬ হাজার টাকা এবং স্বাক্ষরযুক্ত ৯টি খালি চেক নিয়ে যায়।
পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান জানান, অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রশাসনিক কারণে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত হচ্ছে।