বুড়িচং উপজেলার ভরাট হয়ে যাওয়া এবং বেদখল হওয়া ২০৩টি খাল উদ্ধার এবং পুনঃখননের দাবিতে গতকাল ২২ এপ্রিল সকাল ১০টায় কুমিল্লা মীরপুর সড়কের বসুন্ধরা চত্বরে সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নিকট একটি স্বারকলিপি প্রদান করা হয়।
বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি এবং বীরমুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও শ্রমিক নেতারা অংশ নেন। বক্তারা বুড়িচং উপজেলার খাড়াতাইয়া মৌজার বিএস ২৭৪ নং দাগের ১০ শত খালের শ্রেণি পরিবর্তন করে বেদখল করে অটোরাইস মিল স্থাপনের প্রতিবাদ জানান। তারা এই খালটি উদ্ধারসহ বুড়িচং উপজেলার সকল খাল উদ্ধার করে পুনঃখনন করার দাবি জানান।