কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একদল সন্ত্রাসীদের হামলায় দুইজন গুরুতর আহত হয়েছেন। গত ২৭ নভেম্বর বুধবার বিকালে শিপু মিয়া ও একই এলাকার তাজুল ইসলামের মধ্যে জমি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর পর, শিপু মিয়ার চাচাতো ভাই সাত্তারকে বিষয়টি সমাধান করতে বলা হলেও তিনি রাজি না হলে, ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা সাত্তার (৪০) এবং তার ভাতিজা রাব্বিকে (২২) ঘর থেকে তুলে নিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করে, তারা ঐ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম বহু বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে জমি জবর দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকতো। এই ধারাবাহিকতায় আজ তাজুল ইসলাম, পিতা: মৃত আব্দুল ও তার সন্ত্রাসী দলবল আজ্জাক, রাসেল (পিতা: মৃত গোলাম মোস্তফা), জুয়েল (পিতা: আব্দুল করিম), আব্দুস সালাম (পিতা: মৃত আব্দুল গফুর), আব্দুল রহিম (পিতা: মৃত আব্দুল বারেক), আব্দুল গনি মিয়া (পিতা: মৃত আব্দুল বারেক), সোহেল (পিতা: আব্দুল রহিম), কামাল (পিতা: মৃত আব্দুল রাজ্জাক), আলামিন (পিতা: মৃত আব্দুল খালেক) গংদের নিয়ে এই নৃশংস হামলা চালায়।
এই ঘটনার ব্যাপারে বিচারের দাবিতে আহতদের পক্ষ থেকে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওসি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।