সম্পত্তি বিরোধের জেরে যুবকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ হামলায় যুবক সহ পরিবারের ৪ জন আহত। এ ঘটনায় আহত আব্দুল হাই ভূঁইয়ার ভাই মোঃ শামীম ভূঁইয়া বাদী হয়ে জড়িত ৫ জনকে আসামি করে অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযোগ সূত্রে জানায়,সম্পত্তি বিরোধের জেরে কুমিল্লার বুড়িচং উপজেলের মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামে প্রতিপক্ষে হামলায় একই পরিবারের তিন জন আহত হয়েছে। গুরুতর আহত ও চিকিৎসাধীন রয়েছে আব্দুল হাই ভূইয়া। সে মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের মৃত.আব্দুল কাদের এর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বসত বাড়ীর সীমানা লঙ্ঘন করা সহ জমি জমা নিয়া বিরোধের জেরে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়ার উপস্থিতিতে ও হুকুমে মো: বাবুল ভূঁইয়া (৪৫), মো: ইসরাফুল আলম ভূঁইয়া (৩৫), উভয় পিতা মৃতঃ আব্দুল মান্নান ভূঁইয়া, মো: পাভেল ভূঁইয়া (মারুফ) (৩৫), মো: মঞ্জু ভূইয়া (৫০) উভয় পিতা- ফজলুল হক ভূঁইয়া,মফিজুল ইসলাম ভূঁইয়া (৫৮),পিতা মৃতঃছন আলী ভূঁইয়ার দলবদ্ধভাবে দেশীয়,অন্ত্র, লাঠিসোঁটা দিয়ে একই এলাকার মৃতঃ আব্দুল কাদের এর ছেলে আব্দুল হাই ভূঁইয়ার উপর হামলা চালায়।এতে আব্দুল হাই ভূঁইয়া মাথায় আঘাত পেয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়ে মাটিতে লুটে পড়ে।এমন অবস্থায় তাকে আহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে আহতের ভাই-বোন সহ মো: শামীম ভূঁইয়া,মো: শরিফ ভূঁইয়া,তাছলিমা আক্তার।জানা যায়,প্রথমে মো: বাবুল ভূঁইয়া দেশীয় অন্ত্র নিয়ে আব্দুল হাই ভূঁইয়াকে মাথার তালুর ডান পার্শ্বে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে পরে আবার মো: ইসরাফুল আলম ভূঁইয়া,পাভেল ভূঁইয়া (মারুফ), মো: মঞ্জু ভূইয়া, মফিজুল ইসলাম ভূঁইয়া মিলে আব্দুল হাই ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় স্থানীয়রা আহত ব্যক্তিকে জখম অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
এ ঘটনায় আসামীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানান।