বুড়িচংয়ে উদ্ভোদনের আগেই ৭০ লাখ টাকার ব্রিজে ফাটল, ঠিকাদার বলছে ‘মেরামত হবে’
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও কারিগরি ত্রুটির কারণেই সেতুর এ অবস্থা।
সরেজমিনে জানা যায়, উপজেলা পরিষদের অর্থায়নে ময়নামতি ইউনিয়নের কিং বাজেহোরা গ্রামের প্রবেশপথে একটি খালের ওপর নির্মিত ব্রিজের কাজ শেষ হয় প্রায় এক মাস আগে। তবে এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। এর মধ্যেই ব্রিজের একাংশে প্রায় ২ ইঞ্চি ফাটল দেখা দেয়।
বুধবার সকালে ব্রিজের দৃশ্যমান ফাটল ঢাকতে তড়িঘড়ি করে মাটি ভরাট শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে লাগাতার বৃষ্টির কারণে ফাটলে সিমেন্ট ও রাসায়নিক ব্যবহার করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা জসীম উদ্দিন অভিযোগ করে বলেন, “নির্মাণের সময় মোটা রড এনে পরে সরিয়ে চিকন রড লাগিয়েছে। বেইস ঢালাইয়ের সময় নিচে রডই দেয়নি। সিমেন্টও কম ছিল। এসব কারণেই এখন ব্রিজ ভেঙে যাচ্ছে।”
আরেক বাসিন্দা সুমন বলেন, “একপাশে ফাটল ধরেছে। ঠিকাদার বলেছে, ২১ হাজার টাকা দামের এক ধরনের মেডিসিন আনা হয়েছে, রোদ উঠলেই দেওয়া হবে। কিন্তু বৃষ্টির কারণে দিতে পারছে না।”
ঠিকাদার আবুল কালাম স্বীকার করেছেন, ব্রিজে সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, “উপজেলা প্রকৌশলী ও বিশেষজ্ঞ টিম পরিদর্শন করেছে। কিছু অংশ ভেঙে নতুন করে পলেস্তারা করা হবে।”
উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর বলেন, “এটা গুরুতর কিছু না। এক্সপার্ট টিম দেখেছে। ‘সিকার’ ক্যামিকেল দিয়ে ফাটল মেরামত করা হবে। ইতোমধ্যে কেনার ব্যবস্থা হয়েছে।”
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমেদ বলেন, “আমি বিষয়টি জানি। উপজেলা প্রকৌশলী আমাকে জানিয়েছেন, এটা শিগগিরই মেরামত করা হবে।”
স্থানীয়দের অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্যে স্পষ্ট, সেতুর নির্মাণকাজে গাফিলতি ছিল। এখন দেখা যাক, মেরামতের পর সেই ফাটল আদৌ বন্ধ হয় কিনা।