কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের কুখ্যাত কিশোর গ্যাং লিডার ফয়সাল ভূঁইয়া গ্রামে ফিরে আবারও বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ফয়সাল তার চাচাতো ভাই তুহিন ভূঁইয়া এবং কিশোর গ্যাং সদস্যদের নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
ফয়সাল ভূঁইয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসীর মতে, তার দাপটে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এমনকি পূর্বে ডাকাতি এবং অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরা পড়ার পরও তার চরিত্রে কোনো পরিবর্তন হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফয়সালকে কুমিল্লার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, তিনি দেশীয় পিস্তল, ককটেল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। এমনকি ফেসবুক লাইভে যুক্ত হয়ে এসব কার্যক্রম পরিচালনা করেন, যা পরবর্তীতে ডিলিট করে দেন।
এলাকাবাসীর দাবি, ফয়সাল ভূঁইয়া দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দাপট খাটিয়ে এলাকায় অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে তিনি বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে যুবদলের নেতা হিসেবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল হক গণমাধ্যমকে জানান, “অপরাধীদের গ্রেফতারে আমরা সর্বদা মাঠে কাজ করছি।”
ফয়সাল ভূঁইয়ার অপরাধমূলক কার্যক্রমে এলাকাবাসী আতঙ্কিত। তারা তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্রুত পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।