মো. রেজাউল করিম,
কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে বুড়িচং থানার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, এসআই নাসিরুল্লাহ রুবেল ও এএসআই শাহপরান-এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বুড়িচং থানাধীন গাজীপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে করে বহন করা ১৭ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ হাবিব (২১), পিতা: মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং মোহাম্মদ রাকিব ওরফে কালু, পিতা: মোঃ মফিজ মিয়া; দুজনেই কুমিল্লার দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় ধরনের মাদক উদ্ধার সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।