1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা দূর করতে না পারলে ৫ আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে : ডা. তাহের - দৈনিক কুমিল্লার ডাক
বুধবার, ১৮ জুন ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনা অভিযানে ১৫ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী  কুমিল্লায় আদালতের রায় : ১৫ বছর পর জমির মালিকানা ফিরে পেলেন কামাল হোসেন কুমিল্লায় প্রেমিকের খোঁজে বেরিয়ে গণধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩ চৌদ্দগ্রামে রাজারমার দীঘি থেকে অজ্ঞাত লাশ উদ্ধার চান্দিনায় কর্মরত সাংবাদিকদের সাথে মুফতি এহতেশামুল কাসেমীর মতবিনিময় চান্দিনায় ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দেবিদ্বারে ছাত্র আন্দোলনে নিহত সাব্বির হত্যা মামলায় সাবেক মেয়র শামীম কারাগারে বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ডেঙ্গুতে কুমিল্লার তিন নারীর মৃত্যু, ঝুঁকিপূর্ণ ঘোষণা ২ ওয়ার্ড মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

বৈষম্য, লুটপাট ও প্রতিহিংসা দূর করতে না পারলে ৫ আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে : ডা. তাহের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩১০৬ Time View

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। যেখানে থাকবে না কোন জুলুম, নির্যাতন, শোষন-বঞ্চনা ও প্রতিহিংসা। সংবিধানের আলোকে দেশের সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা ও ন্যায্য অধিকার ভোগ করতে পারবে। ১৯৪৭ সালে ব্রিটিশদের হাত থেকে পাকিস্তানকে স্বাধীন করা হয়েছে। সে স্বাধীনতাও টিকলো না। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অগণিত মানুষের তাজা রক্ত ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি একটি লাল সবুজের পতাকা। এ স্বাধীনতাও আমরা প্রাণভরে ভোগ করতে পারিনি। শুরু হল, শোষন ও লুটপাট। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর ছাত্র জনতার মাধ্যমে আরেকটি নতুন যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৫ আগস্ট পেয়েছি। এই ৫ আগস্ট এর সুফল পেতে হলে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। দূর করতে হবে সকল বৈষম্য-ভেদাভেদ, লুটপাট ও প্রতিহিংসা। এতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আস্টেরর শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। সুতরাং সকলকে এ বিষয়ে আরো সজাগ থাকতে হবে।

তিনি আ’লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি ভালো হয়ে যেতে যান, তাহলে আমাদের সকল সহযোগিতা থাকবে। আর যদি আবারও স্বৈরাচারী কায়দায় মেতে উঠার চেষ্টা করেন, সে পরিণাম ভালো হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। স্বৈরাচারের দোসররা এখনো ওৎপেতে রয়েছে।
ডাঃ তাহের শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, তিনি এখন ভারতে রয়েছেন। তবে কোন জায়গায় রয়েছেন সেটাও বলে না। ইতোমধ্যে তিনি দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু করেছেন। সেখানে বসে বসে, দেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। আপনি (শেখ হাসিনা) যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন, তাহলে গোপনে যেভাবে দেশ ত্যাগ করেছেন, আবারও দেশে এসে আদালতে আত্মসমর্পন করুন। আদালত আপনার ন্যায়-অন্যায়ের সকল বিচার করবে। ডাঃ তাহের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌর জামায়াতের আমীর মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, শহীদ সাহাবউদ্দিন পাটোয়ারীর পিতা মাওলানা জয়নাল আবেদীন পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান, পৌর জামায়াতের সাবেক আমীর জয়নাল আবেদীন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল প্রমুখ। সম্মেলনে গত ১৮ বছর বিভিন্ন মামলায় কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। ময়নামতি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন শেষে সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com