কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামে এক পাগলা কুকুরের কামড়ে একই এলাকার শিশুসহ চারজন আহত হয়েছে। গত শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত এই ঘটনা ঘটে।
হাসপাতালের রেজিস্টার খাতা অনুযায়ী, বালিনা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে মো. আকিল (৫), মৃত আবদুল বারীর ছেলে রুহুল আমিন (৫০), মো. মনির হোসেনের মেয়ে তিশা মণি (৯) এবং মো. আশিকুর রহমানের ছেলে মো. জিহাদ (১০) কুকুরের কামড়ে আহত হয়েছেন। তিশা মণি নামের এক শিশুকে গলায় কামড়ানোর পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং জলাতঙ্ক রোধে টিকা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, প্রথমে তার ভাতিজা আকিলকে কুকুরটি কামড়ায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুকুরটি তাকেও কামড়ায়। এছাড়াও একই এলাকার আরও দুই শিশু কুকুরের কামড়ে আহত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে এবং হাসপাতালে টিকা মজুদ রয়েছে।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পশু সংরক্ষণ বিভাগের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন গ্রামবাসী। পাগলা কুকুরের এই ধরনের আক্রমণ এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রশাসনের সহায়তা চান।