বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐতিহাসিক ও গৌরবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণপাড়া যুবদলের উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার উপজেলা মিলনায়তনের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিম উদ্দীন জসিম। সভাপতিত্ব করেন মোস্তফা জামান, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সদস্য সচিব এনামুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম খোকন, সিনিয়র সহসভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি এবং আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন মিঠু, মোঃ মিঠু সরকার, মোঃ সালাউদ্দিন, মোঃ আলামিন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ রবিউল, মোঃ হুমায়ন কবির সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে হাজি জসিম উদ্দীন জসিম বলেন, “আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বিএনপির কোন বিকল্প নেই।