কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে শিউলি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তার স্বামী মোঃ সুমন (৪৫) কে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
বিস্তারিত জানা যায়, শিউলি আক্তারের সাথে স্বামী সুমনের বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। সুমন বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শিউলির উপর চাপ সৃষ্টি করতে থাকে। গত ২ মাস আগে শিউলি তার বাবার বাড়ি থেকে ৮০ হাজার টাকা এনে স্বামীর জন্য একটি ষাড় গরু কিনে দেন, কিন্তু তাতেও সুমন ক্ষান্ত হননি। গত ১৯ এপ্রিল রাতে সুমন তার স্ত্রীর উপর টাকার জন্য অত্যাচার করেন। পরদিন সুমন শিউলির জ্বরের খবর দেন, কিন্তু শিউলির মা তাদের বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে খোঁজ করেন। অবশেষে সুমনের বাড়ির পাশের ডোবায় শিউলির মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নিহতের মা ঝরনা বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন। শিউলির বাবা দেলোয়ার হোসেন জানান, বিয়ের পর থেকে সুমন মিয়া তার মেয়েকে বিভিন্ন সময় মারধর করতেন। সন্তানদের কথা চিন্তা করে তারা মেয়েকে বুঝিয়ে স্বামীর সংসারে পাঠাতেন। কিন্তু সুমনের অত্যাচার থেমে থাকেনি। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ধরনের ঘটনা সমাজের জন্য একটি কলঙ্ক এবং এর প্রতিবাদে সকলের সোচ্চার হওয়া উচিত। আমরা এই ঘটনার সঠিক বিচার দাবি করছি।