গতকাল ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই অভিযানে এসআই শফিক উল্লাহ এবং এএসআই মোঃ হেলাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। দিবাকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের পশ্চিম বাগড়া এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যাওয়ার পর, সাক্ষীদের সামনে একটি ড্রাম এবং একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ২০ কেজি এবং ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। এই ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা নং- ২০/১০৫ ধারা ৩৬(১) সারনির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী রুজু করা হয়েছে।
এসইও ট্যাগসমূহ: কুমিল্লা মাদক উদ্ধার, ব্রাহ্মণপাড়া থানা, গাঁজা জব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মাদক বিরোধী অভিযান, বাংলাদেশ পুলিশ।