ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এক অভিযানে শিউলি আক্তার (৩৫) এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মূল হোতা হিসেবে তার নিজ ছেলে মোঃ রিয়ান (১৬) কে গ্রেফতার করেছে। গত ২০ এপ্রিল বিকালে শিউলি আক্তারের মৃত দেহ তার বাড়ির কাছের একটি ডোবায় পাওয়া যায়, যার হাত পা বাঁধা ছিল।
পুলিশের তদন্তে প্রথমে সন্দেহের তীর যায় মৃতার স্বামী মোঃ সুমনের (৪৫) দিকে, কিন্তু পরবর্তী তদন্তে মৃতার বড় ছেলে মোঃ রিয়ানের জবানবন্দী শুনে তদন্তকারী অফিসারের সন্দেহ হয়। রিয়ানের জবানবন্দিতে উঠে আসে ঘটনার অচিন্তনীয় ও রোমহর্ষক বিবরণ। তার মা শিউলি আক্তারের সাথে পারিবারিক কলহের একপর্যায়ে রিয়ান তার মাকে লাঠি দিয়ে পিটিয়ে এবং লোহার শাবল দিয়ে আঘাত করে হত্যা করে। পরে সে মৃতদেহটি ডোবায় ফেলে দেয় এবং রক্তমাখা বালিশ ও অন্যান্য আলামত লুকিয়ে রাখে।
এই ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ মামলা নং-১৭, তাং-২২/০৪/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করে। মোঃ রিয়ান বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে।