1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
ব্রাহ্মনপাড়ায় প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবীতে বিক্ষোভ - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর পানি , সকলকে সতর্ক থাকার আহবান মুরাদনগরে গণপিটুনিতে মা-মেয়ে সহ তিনজনকে হত্যা: গ্রেপ্তার ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর শিক্ষার্থী তাসফির আত্মহত্যা ঘিরে উত্তাল কুমিল্লা কালেক্টরেট স্কুল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচার দাবি টানা বর্ষণে কুমিল্লা শহরে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চৌদ্দগ্রামে মহাসড়কে পিকআপে আগুন লেগে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চৌদ্দগ্রামে মাদক কারবারিদের হামলায় আহত ২, থানায় অভিযোগ শিরোনাম: বাঞ্ছারামপুরে বিশ্ব মানবাধিকার সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠিত বুড়িচংয়ে  ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুইটি রাইস মিলকে  ৬০ হাজার টাকা জরিমানা দাউদকান্দিতে ডেঙ্গু আক্রান্তে আরো একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ 

ব্রাহ্মনপাড়ায় প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবীতে বিক্ষোভ

ফয়েজ আহাম্মদ ভুইয়া :
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২২ Time View

কুমিল্লা এক দফা এক দাবি হারুনের বউ তুই কবে যাইবি এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় কুমিল্লার ব্রাহ্মনপাড়ার চন্ডিপুর, অলুয়া, মনোহরপুরে।

স্থানীয সূত্র থেকে জানা যায় স্থানীয় প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক সহ বর্তমান ছাত্রছাত্রীদের একাংশ। এসময় জনতার স্লোগান ছিল মূলতঃ প্রধান শিক্ষিকা আনোয়ারার বিরুদ্ধে। বিক্ষোভ কারীরা বলেন, অযোগ্য অবৈধ প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করছেন।এসময় বিক্ষোভে অংশ গ্রহন করেন প্রান্তিক শিক্ষার্থী ও অভিভাবকরা, তারা তাদের স্লোগানে বলেন এক দফা এক দাবি হারুনের বউ তুই কবে যাইবি, অযোগ্য অবৈধ প্রধান শিক্ষিকার পদত্যাগের জন্য থমথমে উত্তেজনা বিরাজ করছে মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকাবাসী প্রধান যিনি আগে যিনি অবৈধ সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। স্থানীয় সূত্রে আরো জানা যায় ১৯ সেপ্টেম্বর ২৪ইং বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণ পাড়া উপজেলার মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়টির মাঠে সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবক জড়ো হয়ে বিক্ষোভ করেন। বেলা২টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় বিক্ষোভ চলছিল। এসময় কিছু মেয়ে শিক্ষার্থী প্রধান শিক্ষিকার পক্ষে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে,এতে দু পক্ষ দন্দ সৃষ্টি হয়,এক পর্যায় বিদ্যালয় কতৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় বিদ্যালয় ছুটির ঘোষণা দেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধের ঘোষণা দেন। বৃহস্পতিবারদুপুরে উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী জড়ো হয়েছেন। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করছেন।

এ সময় স্কুলটির ক্লাস বন্ধ করে দিয়ে বর্তমান শিক্ষার্থীদেরও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়।স্কুলের প্রধান শিক্ষিকা মোসাম্মদ আনোয়ার (হারুন) অপসারণের দাবিতে প্রাক্তন ছাত্র ছাত্রী এলাকাবাসীর মানববন্ধন করে।

এ বিষয় জানতে চাইলে আবদু রব নামে অলুয়া গ্রামের বৃদ্ধ স্থায়ী বাসিন্দা বলেন,এক ধরনের পোলাপাইন আছে স্কুলের নাম হতে হবে মনোহরপুর অলুয়া চনডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় যাহা বিগত বছরগুলোতে এভাবেই ছিলো ।মানব বন্ধনে এলাকাবাসী ও প্রাক্তন ছাত্ররা বক্তব্যে বলেন,প্রতিষ্ঠাতা হারুনুর রশীদ ভুইয়া স্কুলের নীতিমালা অমান্য করে নিজের মনগড়া প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।

গত জানুয়ারি মাসে প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার সাথে কয়েক বার কথা বলে ও নাম সংশোধন করার ব্যাপারে কোন আশ্বাস পাওয়া যায়নি পরবর্তীতে কতৃপক্ষের হস্তখেপে সংশোধন হয়। প্রতিষ্ঠাতা হারুন বিদ্যালয়ে বাসস্থান অসালীন পুষাকে ঘুরা ঘুরি মিথ্যা মামলা নিজের স্ত্রী কে অবৈধ ভাবে নিয়োগ ইত্যাদির কারনে আজকের এই মানব বন্ধন।

মানব বন্ধনে প্রধান শিক্ষিকা বিরুদ্ধে আরো অভিযোগ তুলে বলেন এবং আগেও ক্লিনার নিয়োগে বড় অংকের ঘোষ বানিজ্য করেন অভিযোগ তুলে স্থানীয় জনগন প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ ভুইয়ার বিরুদ্ধে।

বক্তব্যে আরো বলেন প্রতিষ্ঠাতা নিজের সহধর্মিণী কে ও অনিয়ম করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন।কমিটির কিছু সদস্যকে এ ব্যাপারে জিগ্যাস করা হলে কমিটির সদস্যগণ বলেন নাম পরিবর্তন করার ব্যাপারে আমাদের কমিটির কাউকে অবগত করা হয়নি, স্কুল কমিটির মিটিং এ বিষয়ে বসলে বিস্তারিত জানতে পারি বলে আমাদের জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় প্রধান শিক্ষক যিনি সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি তার স্বামী মিলে অনেক ষড়যন্ত্র করেছেন। তাঁরা দুজনে মিলে স্কুলের সহকারী শিক্ষক যাঁরা আন্দোলনে সমর্থন দিয়েছেন, সেসব শিক্ষক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে হুমকি–ধমকি দিতেন। এ ছাড়া প্রধান শিক্ষক আনোয়ারা কে মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ করেনি এবং বিদ্যালয়েও আসেননি,স্থানীয় অভিভাবকরা ও শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক কে অপসারণ করে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com