ভারতে পালিয়ে যাবার সময় জহিরুল ইসলাম নামে চার মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে বিজিবি। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে কুমিল্লার ভারত সীমান্তবর্তী সুতারমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার জহিরুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের চাচাতো ভাই। সে সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের প্রতিহত করতে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল বলে জানিয়েছে বিজিবি। সোমবার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২২ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে ৬০ বিজিবির অধীন কাজীয়াতলী বিউপির টহল দল ২২৯/এম সীমান্ত পিলার সংলগ্ন সুতামুড়া এলাকা থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় জহিরুল ইসলামকে আটক করা হয়। আটক জহিরুল ইসলাম আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। বিজিবি আরো জানায় আটক জহিরুল ইসলাম একজন দুষ্কৃতকারী এবং আওয়ামী লীগের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার চাচাতো ভাই আওয়ামী লীগ সমর্থিত কুমিল্লা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত ছিল। এছাড়া কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি। পরে বিজিবি সদস্যরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জহিরুল ইসলামকে হস্তান্তর করেন। দুপুরে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।