ভারত-বাংলাদেশ সীমান্তের অস্থির পরিস্থিতির কারণে বিএসএফের নজরদারি চলছে। সীমান্তের ওপারে বিজিবি সতর্ক দৃষ্টি রাখছে। কিন্তু তারপরও অনুপ্রবেশ বন্ধ নেই। বৃহস্পতিবার রাতে রাজধানীর বটতলায় এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করে স্থানীয় জনগণ। তার চালচলন ও কথাবার্তায় অসংলগ্নতা থাকায় স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় তার নাম হারুন। তার বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে সে রাজ্যে প্রবেশ করেছে। যারা তাকে এই অবৈধ কাজে সাহায্য করেছে তাদেরকে সাড়ে দশ হাজার টাকা প্রদান করতে হয়েছে। টাকার বিনিময়ে বাংলাদেশি টাউটরা তাকে সীমান্ত ডিঙ্গিয়ে নিরাপদে রাজ্য ঢুকতে সহায়তা করেছে বলে স্বীকার করেছে বাংলাদেশী অনুপ্রবেশকারী। সে ত্রিপুরা হয়ে চেন্নাই যাওয়ার জন্য ভারতে প্রবেশ করেছে বলে জানিয়েছে। স্থানীয় জনগণ পরে ধৃত বাংলাদেশী নাগরিককে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে সীমান্তে নজরদারি থাকা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনায় জনমনে সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।