ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলার একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ মনে করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগণের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় বেশি নিরাপত্তা প্রদান করছে। গত অক্টোবর মাসে পরিচালিত এই জরিপে ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন যে বর্তমান সরকার সংখ্যালঘু জনগণের জন্য বেশি নিরাপত্তা দিচ্ছে। তবে ১৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা মনে করেন নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়েছে এবং ১৭ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা বলেন, নিরাপত্তা পরিস্থিতি আগের মতোই রয়েছে।
জরিপে মুসলিম ও অমুসলিমদের মধ্যে কিছু পার্থক্যও লক্ষ্য করা গেছে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে মাত্র ১৩ দশমিক ৯ শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ। তবে ধর্মীয় সংখ্যালঘু (অমুসলিম) উত্তরদাতাদের মধ্যে ৩৩ দশমিক ৯ শতাংশ মনে করেন, বর্তমান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে খারাপ করছে।
এই জরিপের জন্য ১,০০০ জন উত্তরদাতাকে বাছাই করা হয়েছিল, যাদের মধ্যে ৯২ দশমিক ৭ শতাংশ মুসলিম ছিলেন এবং বেশিরভাগই ৩৪ বছরের কম বয়সী।
জরিপের ফলাফল অনুসারে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা বেড়েছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) সম্প্রদায়ের সদস্যদের ওপর বিভিন্ন স্থানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো হামলা হয়েছে। মানবাধিকার কর্মী নুর খান লিটন বলেন, “আমরা দেখেছি, সংখ্যালঘুদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাদের ওপর আক্রমণ হয়েছে, আবার শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে তাদের ওপর আক্রমণ হয়েছে। পঞ্চগড়ে আহমদিয়াদের আবাসস্থলে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে।”
এই জরিপের ফলাফল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার সুযোগ সৃষ্টি করেছে।