রেজাউল ইসলাম (২২), পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের কাসেম মণ্ডলের ছেলে, এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডি পার হতে না পারলেও সাংবাদিক হওয়ার ইচ্ছে তার মনের মধ্যে জেগেছিল। অখ্যাত এক অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক দেশ বুলেটিন” থেকে অসদুপায়ে নিয়োগপত্র ও পরিচয়পত্র সংগ্রহ করেন এবং “বিশেষ প্রতিনিধি” হিসেবে নিয়োগ পান।
তবে এই পদ পেয়ে রেজাউলের লাভের পরিবর্তে বিপাকে পড়েছেন। তিনি জানান, সাংবাদিকতা করবেন না জানিয়ে “দৈনিক দেশ বুলেটিন” কর্তৃপক্ষকে আইনজীবী মো. নাজমুল হক লিটনের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন। রেজাউল বলেন, তিনি একজন গরিব ভ্যান-রিকশাচালক। তার কোনো সাংবাদিক হওয়ার অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা নেই। এর ফলে তিনি “দৈনিক দেশ বুলেটিন” এর সাংবাদিক হতে ইচ্ছুক নন।
গত ২৪ ফেব্রুয়ারি “দৈনিক দেশ বুলেটিন” রেজাউল ইসলামকে বিশেষ প্রতিনিধি (রাজবাড়ী) পদবী দিয়ে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করে। নিজের ফেসবুক আইডিতে সেই নিয়োগপত্র ও পরিচয়পত্রের ছবি পোস্ট করেন রেজাউল এবং নিজেই নিজেকে অভিনন্দন জানান। বিষয়টি নিয়ে ফেসবুকে নানা সমালোচনা শুরু হয় এবং বিভিন্ন স্থান থেকে ফোন আসতে থাকে।
রেজাউল বলেন, “আমি দেশ বুলেটে ইন্টারভিউ দিছিলাম। এহন বিভিন্নজন আমারে ফোন করতেছে। আমি কি ইন্টারভিউ দিয়ে মামলা খায়া গ্যালাম নাকি। আমার মাথা হ্যাং হয়া গিছে।”
আইনি নোটিশ পাঠানোর বিষয়ে রেজাউল বলেন, “আমি উকিল নোটিশ পাঠা দিছি। আমি আর সাংবাদিকতা করব না।”
“দৈনিক দেশ বুলেটিন” এর ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।