ভ্রমণের নেশা আর সত্যের অনুসন্ধানে জীবনের প্রতিটি পদক্ষেপ যাঁরা উৎসর্গ করেছেন, এমনই দুই নিবেদিতপ্রাণ সাংবাদিক শাহজাদা এমরান ও তরিকুল ইসলাম তরুণ হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন পুরো সাংবাদিক সমাজ ও তাঁদের পরিবার-পরিজনেরা।
দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক সমিতির সম্মানিত সভাপতি, কুমিল্লা প্রেসক্লাবের সম্মানিত সদস্য শাহজাদা এমরান এবং তাঁর ভ্রমণসঙ্গী, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নির্ভীক কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম তরুণ সাংবাদিকতার পাশাপাশি দেশ ঘুরে দেখার অদম্য আগ্রহে ২৭ জুন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা থেকে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করেন। এটাই তাঁদের সর্বশেষ অবস্থান হিসেবে জানা গেছে। এরপর থেকেই তাঁদের দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে এবং কারো সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
পরিবারের সদস্য ও প্রিয়জনেরা একাধিকবার চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয়েছেন। আতঙ্ক ও অনিশ্চয়তায় কাটছে তাঁদের প্রতিটি মুহূর্ত এই প্রিয় দুই মানুষকে ঘিরে গড়ে ওঠা প্রতিটি সম্পর্ক আজ দোলাচলে।
উল্লেখ্য, নিখোঁজ দুই সাংবাদিকের একটি টিম দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ভ্রমণ করেন এবং সেসব অভিজ্ঞতা সাংবাদিকতার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি দিয়ে জনসম্মুখে তুলে ধরেন। এই ভ্রমণ শুধু অবকাশ নয়, ছিল তাঁদের পেশাগত দায়বদ্ধতা আর মানবিক মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার এক প্রয়াস।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কিনা, তার তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে সাংবাদিক মহল, সহকর্মী ও মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
আমরা আশাবাদী, সাহসী এই দুই সংবাদযোদ্ধার খোঁজ শীঘ্রই মিলবে এবং তাঁরা আবার তাঁদের নির্ভীক অভিযাত্রায় ফিরবেন—সত্য, সচেতনতা ও দায়িত্বের বার্তা নিয়ে।