পবিত্র রমজান মাস উপলক্ষে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক ইফতার মাহফিলের আয়োজন করে দৈনিক আজকের জীবনের কুমিল্লা জেলা প্রতিনিধি এবং কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এই মাহফিলে উপস্থিত সাংবাদিকরা প্রতিবারের মতো নেকবর হোসেনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার ষ্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, এবং অন্যান্য বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক।
অনুষ্ঠান শেষে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মাওলানা আবু হানিফ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।