কুমিল্লার স্থানীয় রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা মনিরুল হক সাক্কু। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র। ২০১২ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালেও তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। কিন্তু ২০২২ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হলে বিএনপি থেকে বহিষ্কৃত হন। ওই নির্বাচনে তাকে কারচুপি করে হারানো হয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডের বাইরে রয়েছেন। এখনো ভোটের রাজনীতিতে তার প্রভাব ও গুরুত্ব রয়েছে।
মনিরুল হক সাক্কুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। দল তাকে পরিত্যাগ করলেও তিনি দল ছেড়ে অন্য কোথাও যাননি। ১৯৯৩ সালে সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হন এবং ২০১০ পর্যন্ত সেই পদে বহাল ছিলেন। ২০২২ সালে বহিষ্কার হওয়ার আগে তিনি কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৫ সালে উপনির্বাচনে কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান হন। এরপর পৌরসভা সিটি করপোরেশনে রূপান্তর হলে তিনি ২০১২ ও ২০১৭ সালের নির্বাচনে বিপুল ভোটে মেয়র হন। ২০২২ সালের জুনের তৃতীয় সিটি করপোরেশন নির্বাচনে তাকে ভোট গণনায় জোর করে হারিয়ে দেওয়া হয়।
বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সেই সময় থেকে বিএনপি বয়কট করে আসছিল। সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল তাকে বহিষ্কার করে। এটি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত। দেশজুড়ে এমন অনেকেই আছেন। তাদের ব্যাপারে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।’
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষক নেতা অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া বলেন, যারা দলে ফিরে কাজ করার জন্য আবেদন করেছেন, তাদের বিষয়ে বিবেচনা করবেন দলের নীতিনির্ধারকরা। এটা নির্ভর করছে অপরাধের ধরন ও কারণের ওপর। সাম্প্রতিক দীর্ঘদিন পরে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় দলে ঐক্য সুদৃঢ় করার তাগিদ দেওয়া হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন বলেছেন, সাক্কুর পক্ষ থেকে দলে ফেরার দুই দফা আবেদন করা হয়েছে অনেক আগেই। ২০২৩ সালের ৫ অক্টোবর কুমিল্লা কালাকচুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির রোডমার্চ চলাকালে সাক্কুর মাথায় হাত বুলিয়ে দলীয় মহাসচিব বলেছিলেন, ‘ধৈর্য ধরো, অপেক্ষায় থাকো।’ সাক্কু মহাসচিবের আশ্বাসে অপেক্ষায় আছেন। আশা করছি, হাইকমান্ড ইতিবাচক সিদ্ধান্ত নেবে।