মনোহরগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে খিলা বাজারের একটি অটো গ্যারেজ থেকে চোরাই অটো রিক্সা সহ দুই অটো রিক্সা চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রবিউল হোসেন ভূঁইয়া এবং মোঃ আনোয়ার হোসেন।
পুলিশের তদন্তে জানা গেছে, গত ১৬ এপ্রিল ২০২৪ তারিখে মামলার বাদি মোঃ লিটনের অটো রিক্সা তার বসতঘরের সামনে চার্জে দেওয়ার পর চুরি যায়। পরদিন সকালে তিনি তার অটো রিক্সা না পেয়ে মনোহরগঞ্জ থানায় খবর দেন। এসআই জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল অটো গ্যারেজ থেকে চোরাই অটো রিক্সা উদ্ধার করেন এবং রবিউল হোসেন ভূঁইয়া এবং মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি রবিউল দীর্ঘদিন ধরে চোরাই অটো কম দামে ক্রয় করে তা বেশি দামে বিক্রি করে আসছিলেন। তার সহযোগী আনোয়ার এবং পলাতক আসামি সোহেল চুরি করা অটো রিক্সা রবিউলের নিকট বিক্রি করত। মামলার বাদি মোঃ লিটনের অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
পুলিশ বর্তমানে পলাতক আসামি সোহেলের সন্ধান চালিয়ে যাচ্ছে এবং এই চোর চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত অব্যাহত রাখছে।